নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ সংবাদদাতা ) : রূপগঞ্জে সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। মাদক কারবারী , সন্ত্রাসী ও অস্ত্রবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবীতে গত কয়েকদিন ধরে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের সঙ্গে সাংবাদিকদের টানপোড়েন চলছে। ৃঠিক এ সময়ে ওসি রূপগঞ্জের সাংবাদিকদের পেছনে সন্ত্রাসীদের লাগিয়ে দেন।
বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাজাপ্রাপ্ত ও হাফ ডজন মামলার আসামী মাসুম চৌধুরি অপু তার বাহিনী নিয়ে পুলিশ প্রহরায় রূপগঞ্জ প্রেসক্লাবে ঢুকে কর্মরত ৩৭ সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দেয়। ঘটনার বিষয়ে তাৎক্ষণিক ওসিকে বারবার মোবাইলে যোগাযোগ ও ম্যাসেজ দিয়ে জানানোর পরও ওসি কোন ব্যবস্থা নেয়নি। হুমকির পর থেকে রূপগঞ্জে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার ৭০ সাংবাদিক নিরাপত্তাহীনতায় ভুগছেন।
রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা বলেন, আতঙ্কের জনপদে পরিণত হয়েছে রূপগঞ্জ। এর পরিপ্রেক্ষিতে রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কলামিষ্ট মীর আব্দুল আলীমের নেতৃত্বে সাংবাদিকরা সন্ত্রাসী, মাদক কারবারি ও অস্ত্রবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রূপগঞ্জ থানার অফিসার ইনজার্চ মো. মনিরুজ্জামানকে বলেন।
কিন্তু পুলিশের ভূমিকা ইতিবাচক না হওয়ায় মাদক ও সন্ত্রাসীদের নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে ওসির সঙ্গে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের গত কয়েকদিন ধরে টানাপোড়েন চলছে।
এদিকে, বুধবার সরকারী সম্পক্তি দখল নিয়ে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাজাপ্রাপ্ত আসামী মাসুম চৌধুরির বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।
এ সুযোগকে কাজে লাগিয়ে রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান সাংবাদিকদের পেছনে সন্ত্রাসী মাসুম চৌধুরি অপুকে লেলিয়ে দেন। বুধবার দুপুরে থানার উপপরিদর্শক মনির হোসেনের সহযোগীতায় সাজাপ্রাপ্ত ও হাফডজন মামলার আসামী মাসুম চৌধুরি অপু তার বাহিনী নিয়ে রূপগঞ্জ প্রেসক্লাবে অতর্কিত প্রবেশ করে।
এসময় সে প্রেসক্লাবে কর্মরত ৩৭ সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দেয়। প্রায় আধঘন্টা প্রেসক্লাবে অবস্থান নিয়ে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যা করার হুমকি দেয়। এসময় পুলিশ নীরব ভূমিকা পালন করে।
হুমকির পর থেকে রূপগঞ্জে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার ৭০ জন সাংবাদিক নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।