প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে অপহরন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লার এনায়েত নগর নবীনগর এলাকায় প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনির ঋতু আক্তারকে (১৩) অপহরন করেছে তুষার (২২) ও তার সহযোগিরা। এঘটনা ঘটেছে ৭ এপ্রিল দুপুরে।

ঋতু আক্তারকে তার পরিবার খুজেঁ না পেয়ে ফতুল্লা মডেল থানায় তুষার ও তার বাবাসহ আসামী করে আবুতালিব বাদী হয়ে মামলা দায়ের করেছে।

মামলার অভিযোগে জানাযায়, ফতুল্লা থানাধীন এনায়েতনগরের নবীনগর এলকার মো. আবু তালিবের মেয়ে  ঋতু আক্তার (১৩)। সে এবছর নবম শ্রেনিতে শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করে আসছে। আবু তালিবের দাবী তার মেয়ে স্কুলে ও কোচিংয়ে আসা যাওয়ার পথে মুসলিমনগর এলাকার উজ্জল হোসেনের ছেলে তুষার প্রেম প্রস্তাব দেয়। তার প্রস্তাব প্রত্যাখান করলে ৭ এপ্রিল বেলা ২টায় স্কুল থেকে বাসায় ফেরার পথে পথরোধ করে জোড় পূর্ব ঋতুকে অপহরন করে নেয় তুষার ও তার সহযোগিরা।

add-content

আরও খবর

পঠিত