প্রেমিকার বাড়িতে প্রেমিকের আত্মহত্যার হুমকী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লার কুতুবপুর দেলপাড়া খালপাড় এলাকায় প্রেমিকা প্রেমিকের সাথে যোগাযোগ বন্ধ করায়, প্রেমিকার বাড়িতে এসে আত্মহত্যার হুমকী দেয় আকাশ নামের এক প্রেমিক । এব্যাপারে প্রেমিকার মা সালমা বেগম (৪৫) ফতুল্লা মডেল থানায় একটি জিডি দায়ের করেছে ঐ আকাশের বিরুদ্ধে।

অভিযোগে জানা যায়, ফতুল্লা থানাধীন কুতুবপুরের দেলপাড়ার খালপাড় এলাকার মো.মাহমুদ হোসেন (৫০)। তার মেয়ে লাবন্য আক্তার (১৭) এর সাথে আকাশের ভালোবাসার সম্পর্ক ছিলো।  আকাশ (২০) পাগলা নয়ামাটি গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে । তাদের দুই জনের মধ্যে মনমালিন্য সৃষ্টি হওয়ায় লাবন্য বেশ কয়েকদিন যাবৎ আকাশের সাথে যোগাযোগ বিছিন্ন করে দেয়।

একপর্যায় গত ১৭ নভেম্বর সকাল সাড়ে ৭টায় আকাশ লাবন্যর বাড়িতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার হুমকী দেয়। এব্যাপারে আকাশের পরিবারকে জানালে তারা কোন প্রকার প্রতিবাদ করেনি তার ছেলেকে। এরপরে লাবন্যর মা থানায় এসে একটি জিডি দায়ের করেছে।

add-content

আরও খবর

পঠিত