নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে পরকীয়া প্রেমিকাকে ধর্ষণ করেছে প্রেমিক মাসুদ (২৫)। শুক্রবার (৮ জুন) ধর্ষিতা নিজে বাদী হয়ে থানায় এ মামলাটি করেন। মামলার সূত্রে অভিযুক্ত ধর্ষক মাসুদকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মাসুদ কৃঞ্চপুরা এলাকার জাহিদুলের ছেলে।
জানা যায়, স্থানীয় নাগেরচর এলাকার শাহাদাতের ছেলে জাহাঙ্গীরের সঙ্গে ১০ বছর আগে বিয়ে হয় উক্ত মামলার বাদীর। বিয়ের ৩ বছর পর থেকে বাদীর সঙ্গে প্রবাসী মাসুদের ফেসবুকে কথা আদান প্রদান হয়ে আসছিল। এক পর্যায়ে তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে গৃহবধূর বেশ কিছু অশ্লীল ছবিও মাসুদ কৌশলে নিয়ে নেয়। সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরে আসে মাসুদ। দেশে আসার পর পরকীয়া প্রেমিকা (বাদী) মাসুদের ডাকে সাড়া না দেয়ায় ইন্টারনেটে ওই ছবিগুলো ছড়িয়ে দেয়ার ভয় দেখায়। এক পর্যায়ে মাসুদের ডাকে সাড়া দিলে এ দূর্বলতার সুযোগ নিয়ে বেশ কয়েকবার তাকে ধর্ষণ করে মাসুদ।
আড়াইহাজার থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।