নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩ই ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় আইএবি কার্যালয়ে এই আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন সাকী। আয়োজিত কর্মশালাটি সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালানা কমিটির আহবায়ক মাওলানা দ্বীন ইসলাম। এছাড়া এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মো. নুর হোসেন, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খানসহ ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে মুফতি দেলোয়ার হোসাইন সাকী বলেন, নারায়ণগঞ্জ ইসলামী আন্দোলনের জন্য এক উর্বর ভূমি। চরমোনাই পীর সাহেব হুজুর এবং তার দলের প্রতি জনসাধারণের ভক্তি ও আস্থা তৈরি হয়েছে। মানুষ এখন তৃতীয় শক্তির হাতে ক্ষমতা দেখতে চায়। প্রধান অতিথি আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মুফতি মাসুম বিল্লাহ-কে চূড়ান্ত ঘোষণা দেন।
আহবায়ক মাও. দ্বীন ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের সামনের নির্বাচনে কঠোর পরিশ্রম করতে হবে। কোন ঝড়-ঝাপটা ইসলামী আন্দোলনের কর্মীদের গতিরুদ্ধ করতে পারবে না, ইনশা আল্লাহ্। আমরা আল্লাহর উপর ভরসা করে আধুনিক কল্যাণ সিটি বিনির্মাণের উদ্দেশ্যে জনগণের দ্বারে দ্বারে যাবো। জনগণ আমাদের সমর্থন দিবে বলে আমরা দৃঢ় আশাবাদী।
নির্বাচনী কর্মশালায় সাকী সাহেব কাউন্সিলর প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করেন। পাশাপাশি সকলকে নির্বাচনের শেষ অবধি পর্যন্ত মাঠে থাকার দৃপ্ত শপথ পাঠ করান।
উল্লেখ্য, মুফতি মাসুম বিল্লাহ এ নিয়ে ২য় বারের মত মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।