নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেন, প্রাণিজ সম্পদের উন্নয়ন হলে দেশ ও জাতি এগিয়ে যাবে। কর্মসংস্থানের সৃষ্টি হবে। পরিবারের আয় উপার্জন বৃদ্ধি পাবে। তাই সকলকে প্রাণিজ সম্পদের উন্নয়নে এগিয়ে আসতে হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আজ ৫ই জুন শনিবার রুপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে প্রাণিজ সম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সকল কথা বলেন।
আয়োজিত অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান এর সভাপতিত্ব এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান ভুঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, ফেরদৌসী আলম নীলা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো.রিগান মোল্লা, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের ভি.পি মো. সাইফুল ইসলাম তুহিন, জি এস সাদিকুল রহমান সজিব, এ জএস আশিকুর রহমান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন প্রমুখ। প্রদর্শনীতে নানা প্রজাতির কবুতর, হাঁস, মুরগী, গরু, ছাগল, ভেড়া স্থান পায়।