নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুর এলাকায় একটি জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে শিল্পগোষ্ঠী প্রাইম গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল ওরফে প্রাইম বাবুলের বিরুদ্ধে থানায় আরও একটি সাধারণ ডায়েরি করা হয়েছে৷ গত ৯ অক্টোবর সদর মডেল থানায় ডায়েরি করেন তাজুল ইসলাম কামাল নামে এক ব্যবসায়ী৷
এর আগে গত ৩০ সেপ্টেম্বর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন সবজি বিক্রেতা শাহজাহান সাজু৷ পরে তিনি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগও দেন তিনি৷
তাজুল ইসলাম কামাল জিডিতে বলেন, শহরের কিল্লারপুর এলাকায় শীতলক্ষ্যা হাউজিং সোসাইটির ভেতরে গোলাম ফাত্তা নামে এক ব্যক্তির মাধ্যমে ২০০৪ সালে ৬ শতাংশ জমি বায়না সূত্রে কেনেন। পরে আরও ৬ দশমিক ৩০ শতাংশ জমি কেনেন৷ এ জমি তিনি সীমানা প্রাচীর দিয়ে ভোগদখল করছেন৷ এ জমি প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল দখল করার চেষ্টা করছেন বলে অভিযোগ তাজুলের৷
জমি দখল চেষ্টাকে কেন্দ্র করে গত ৭ অক্টোবর তাজুলকে হুমকি দেন এবং জমি ছেড়ে চলে যেতে বলেন, বলে জিডিতে উল্লেখ করা হয়েছে৷
শহরের তল্লা এলাকার বাসিন্দা কামাল বলেন, জমিটি কেনার সময় গোলাম ফাত্তা তখন শীতলক্ষ্যা হাউজিং সোসাইটির দায়িত্বে ছিলেন। তখন ফাত্তা সাহেব কাউকেই জমির দলিল (রেজিস্ট্রি) করে দেননি। বর্তমানে হাউজিং সোসাইটির কিছু জমির পাওয়ার অব অ্যাটর্নি রয়েছে বাবুল সাহেবের নামে৷ তিনি রেজিস্ট্রি করে দিবেন আশ্বাস দিলে তাকে এ পর্যন্ত ১৩ লাখ টাকা দিয়েছি কিন্তু তিনি রেজিস্ট্রি করে দেননি৷ টাকা নিয়েও এখন আমাকে জমি ছেড়ে দিতে বলছেন৷ আমি না ছাড়লে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন৷ জমি না ছাড়লে মামলা করে দিবেন বলছেন৷
যদিও হুমকির অভিযোগ অস্বীকার করেছেন শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল৷
তিনি বলেন, তাদের জমি কেনার সাথে তো আমার সম্পর্ক নেই৷ তারা তো গোলাম ফাত্তার সাথে বিষয়টি মিমাংসা করবে৷ কেননা চুক্তি তো তার সাথে হয়েছে৷ আমার সাথে তো জমির বিষয়ে কোনো চুক্তি হয়নি৷