প্রশাসন ছাড়া ওসমান পরিবার অনিরাপদ : রফিউর রাব্বি

নারায়ণণগঞ্জ বার্তা ২৪ (শহর প্রতিনিধি) : নারায়ণগঞ্জের নিহত মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীর পিতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, ত্বকীর ঘাতক ওসমান পরিবার নিজেদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে সরকার ও প্রশাসনের আশ্রয়-প্রশ্রয়ে থাকতে চায়। প্রশাসন ছাড়া তারা নিজেদের নিরাপদ মনে করে না। এই ঘাতকরা যখন জনগণকে নিরাপত্তা দিতে চায়, জনগণ তখন ভয় পায়। তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৩০ মাস উপলক্ষে সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত নগরীর আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে আলোক প্রজ্বালন কর্মসূচিতে এইসব কথা বলেন।

রফিউর রাব্বি বলেন, আমরা দাবি করবো এবার দুর্বৃত্তদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে, জনগণের পক্ষ নেবে। ত্বকীর ঘাতকদের আইনের আওতায় আনবে। সাগর-রুনী, তনুসহ নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করবে, সরকার জনগণের সাংবিধানিক অধিকার রক্ষায় কাজ করবে, ধ্বংসস্তুপ থেকে বিচার ব্যবস্থাকে তুলে আনবে।

সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি সাংবাদিক হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন এবং সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা।

সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ ৭ জানুয়ারি এই সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে। তারা ত্বকী সহ সাগর-রুনী, তনু ও নারায়ণগঞ্জের আশিক, চঞ্চল, মিঠু ও ভুলু হত্যার বিচার দাবি করেন। তারা বলেন, আজকে দেশে ও বিশে^র বিভিন্ন প্রান্ত থেকে ত্বকী হত্যার বিচার চাচ্ছেন। আমরা আশা করবো সরকার মানুষের এ দাবি ও প্রতিবাদের ভাষাকে বুঝবে।

add-content

আরও খবর

পঠিত