নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, প্রশাসনের দায়িত্ব আছে। তবে প্রশাসন তোমার মালিক না। তোমার ট্যাক্সের টাকায় প্রশাসন লালিত-পালিত হয়। তবে সমস্যা হয়ে গেছে, প্রশাসনের অনেকেই এখন মনে করে তারা জনপ্রতিনিধিদের চেয়ে অনেক পাওয়ারফুল পার্সন। রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আল্লামা ইকবাল রোডে সরকারি তোলারাম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমি চাই দেশের পক্ষে কথা বলার জন্য কিছু যোগ্য নাগরিক সৃষ্টি হোক। তোমরা নিজেদেরকে যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের দায়িত্ব নাও। ছাত্র সমাজ চুপ থাকার কারণে আজ দেশে শিক্ষকদের উপর নির্যাতন হচ্ছে, ছাত্রীরা ধর্ষণের শিকার হচ্ছে এবং স্বাধীনতাবিরোধী শক্তি রাজাকার আল বদররা দেশকে ধমক দেয়।
সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রাণী সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যাক্ষ আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদ সম্পাদক জীবন কৃষ্ণ মোদক, সাবেক অধ্যক্ষ ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর শিরিন আক্তার, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাসান নিপু।
ছাত্র-ছাত্রীদের রাজনীতিতে না আসার পরামর্শ দিয়ে শামীম ওসমান বলেন, রাজনীতি না করেও দেশকে ভালোবাসা যায় এবং দেশের প্রতি দায়িত্ব পালন করা যায়। এই তোলারাম কলেজ থেকে আমার রাজনীতি জীবন শুরু। এখান থেকেই শেষ করতে চাই। তোমাদের সাথে নিয়ে এটা আমার শেষ লড়াই। আমি চাই তোমরা দেশকে ভালোবেসে দেশের কাজে এগিয়ে আসো।
কলেজের প্রথম বর্ষ থেকে মাস্টার্স শেষ বর্ষ পর্যন্ত সকল ক্লাশ থেকে স্বেচ্ছায় নারায়ণগঞ্জের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে এগিয়ে আসবে এমন ২২ জন করে ছাত্র-ছাত্রীর তালিকা কলেজ কর্তৃপক্ষের কাছে চান শামীম ওসমান।
এসব স্বেচ্ছাসেবী ছাত্র-ছাত্রীদের সমর্থন চেয়ে তিনি বলেন, আমি আপনাদের সাথে বসতে চাই। আপনাদের দ্বারা পরিচালিত হতে চাই। আপনাদের সাহসে আমি সাহসি হতে চাই। আমি চাই যে কলেজ থেকে আমার জীবন শুরু হয়েছিল, সেই কলেজের ছাত্র-ছাত্রীরা শেষ সময়ে আমাকে পরিচালিত করবে। আপনারা যেভাবে আমাকে পরিচালিত করবেন, আমি ঠিক সেভাবেই পরিচালিত হবো। কারণ আমি মনে করি আমার চেয়েও আপনার মেধা অনেক বেশি। আমার চেয়েও বেশি এ দেশকে ভালোবাসতে পারেন।
এছাড়াও উপস্খিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রাফেল, তোলারাম কলেজের ভিপি ও মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তামিম ইসলাম জয় প্রমুখ। অনুষ্ঠানে শেষে সংসদ সদস্য শামীম ওসমান কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন।