নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লার কুতুবপুর আদর্শনগর এলাকায় সিঁড়ি ঝাড়– দেয়া কে কেন্দ্র করে কাজের মেয়ে সাজেদা আক্তার (১০) কে মারধর করে রক্তাক্ত জখম করেছে প্রবাসীর স্ত্রী ও ছেলেরা। এ ঘটনা ঘটেছে গত ১৪ ডিসেম্বর সকালে। এব্যাপারে গৃহকর্তী প্রবাসীর স্ত্রী নাজনীন বেগম (৪০) ওতার ছেলে আসিফ (১৮) এর বিরুদ্ধে ২২ ডিসেম্বর সকালে মামলা দায়ের করেছে সাজেদা।
এ মামলার অভিযোগে জানাযায়, ফতুল্লার কুতুবপুর আদর্শনগর এলাকার মো.ইউনুছ মিয়া (৪৫)। সে সৌদি আরব প্রবাসে আছে। তার স্ত্রী নাজনীন বেগম সাজেদা আক্তার নামের এক কিশোরী কে কাজের মেয়ে হিসেবে রাখে। তার বাড়ি কক্সবাজার এলাকায় পেটি স্কুলের পাশে। সে ইলিয়াস মিয়ার মেয়ে।
গত ৪ মাস যাবৎ সাজেদা ঐ বাড়িতে কাজ করে আসছে। গত ১৪ ডিসেম্বর সকালে সিঁড়ি ঝাড়– দেয় সাজেদা। এসময় গৃহকর্তী নাজনীন বেগম এর মনের মতো ঝাড়– দেয়া না হওয়ায়। সে সাজেদাকে এলোপাথারী মারধর করেছে। এ ঘটনায় সাজেদা ফতুল্লা থানায় দুইজনকে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ আসিফ কে গ্রেপ্তার করেছে। নাজনীন পলাতক রয়েছে । তবে তাকে গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে।