প্রধান শিক্ষককে পুনর্বহাল না করার দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় বলাৎকারের অভিযোগে অভিযুক্ত একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পূর্ণবহাল না করার দাবীতে উপজেলা নির্বাহী কমকর্তার অফিসের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণ থেকে দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রায় দেড়শতাধিক শিক্ষার্থী এ দাবিতে বিক্ষোভ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ঘেরাও করে।

স্কুল প্রাঙ্গণ থেকে উপজেলা অফিস পর্যন্ত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তারা প্রধান শিক্ষক আহসান হাবিবের বিরুদ্ধে সদর উপজেলা নির্বাহী কর্মকতার (ইউএনও) অফিসের সামনে বিক্ষোভ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দাবী পূরণে আশ্বাস দিলে বিক্ষোভরত শিক্ষার্থীরা ফিরে যান।

এর আগে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করে সাধারণ শিক্ষার্থীরা। ৭ দিনের মধ্যে কোন ব্যবস্থা না নেওয়ায় মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় ইউএনও অফিস ঘেরাও করে দাপা স্কুলের প্রাক্তন ও বর্তমান সাধারণ শিক্ষার্থীরা। ইউএনও অফিস ঘেরাও করার প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার জাফর সাদিক সাধারণ শিক্ষার্থীদের কাছে থেকে ৩দিনের সময় নিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করেন। এসময় মৌখিকভাবে শিক্ষার্থীদের দাবি তিনি মেনে নেন।

এ বিষয়ে মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাফর সাদেক বলেন, শিক্ষক আহসান হাবিবের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। তদস্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে আর পূনর্বহাল করা যাবে না।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারী এক বৃদ্ধকে বলাৎকারের অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক আহসান হাবিবকে আটক করে পুলিশ। গত ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ওই বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়। ওই সময় বলাৎকারের স্থানের সিসি টিভি ক্যামেরা ও ভিডিও ফুটেজ জব্দ করে পুলিশ।

add-content

আরও খবর

পঠিত