প্রধানমন্ত্রী থেকে সম্মাননা স্মারক গ্রহণ করলেন জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০- বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞা। রবিবার ৬ মার্চ ২০১৬ তারিখ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সর্বাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন-২০১০ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ও নারায়ণগঞ্জ জেলা অন্যতম সফল জেলা বিবেচিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।

উল্লেখ্য, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০- বাস্তবায়নে জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞার বলিষ্ঠ তত্ত্বাবধানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ নারায়নগঞ্জ জেলায় গত ৩০ নভেম্বর ২০১৫ হতে ডিসেম্বর ২০১৫ মাসব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করেন। জেলার যে সব এলাকায় প্লাস্টিকের বস্তা বেশী ব্যবহার হয় সে সকল এলাকাসহ সমগ্র জেলায় ধান, চাল, গম, ভুট্টা ইত্যাদি সরকার নির্দেশিত পণ্যের মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহার নিশ্চিতকল্পে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করে পরিবেশ বান্ধব পাটের বস্তা ব্যবহারে জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারের বিষয়ে মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিত মনিটরিং করেন। নারায়ণগঞ্জ জেলা ব্যবসার অন্যতম কেন্দ্র হওয়ার কারণে স্পর্শকাতর জেলা সত্ত্বেও ব্যবসায়ীদের মধ্যে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নে জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ বাস্তবায়নে ৩০ নভেম্বর ২০১৫ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত নারায়নগঞ্জ জেলায় মোট ৬১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, মামলার সংখ্যা-১৭৩টি, অর্থদন্ডের পরিমাণ-৬,৭৩,৫০০/- টাকা।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত