প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে খান মাসুদের দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৭ই মে মঙ্গলবার বাদ মাগরিব বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন বেবীস্ট্যান্ড গাউসুল আজম জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।

দোয়ার আগে এক সাক্ষাৎকারে খান মাসুদ বলেন, ১৯৭৫ এর কালো রাত্রিতে ৭১ এর পরাজিত শক্তিরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল। ভাগ্যক্রমে সেদিন দু বোন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি আমাদের নেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা আপা বিদেশে থাকায় তারা বেঁচে জান। দীর্ঘ ৬ বছর নির্বাসনে থেকে ১৯৮১ সালের ১৭ মে আমাদের প্রিয় নেত্রী মমতাময়ী মা ডিজিটাল বাংলাদেশ উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বদেশে প্রত্যাবর্তন করেন। আজ বঙ্গবন্ধু কন্যা বেঁচে আছেন বলেই বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে আমাদের এ দেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং এগিয়ে যাবে বাংলাদেশ। তাই আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং হায়াতে তৈয়বা দান করেন।

এ সময় দোয়ায় অংশগ্রহণ করেন, যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হায়দার, আরিফুল ইসলাম হিরা, ইসলাম, নিজাম,পারভেজ, আরিফুল ইসলাম অপুসহ মুসল্লিগণ। দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় দোয়া পরিচালনা করেন বন্দর বেবীস্ট্যান্ড গাউসুল আজম জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. সেলিম মিয়া। দোয়া শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

add-content

আরও খবর

পঠিত