নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রধানমন্ত্রীর শেষ নির্বাচনী সমাবেশে অয়ন ওসমানের নির্দেশ।চমক দেখিয়েছে সাবেক ছাত্রলীগ নেতা আহমেদ কাউসার।
৪ জানুয়রি (বৃহস্পতিবার) দুপুরে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে সমাবেশ যোগদান করেন তিনি। নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সোয়া ৩ টায় পৌঁছান তিনি।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশ, নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান, তরুণ প্রজন্মের অহংকার পুত্র এ কে এম অয়ন ওসমান, নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কায়সার হাসনাত সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।এর আগে গত ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওসমানী পৌর স্টেডিয়ামে এক নির্বাচনী জনসভায় নারায়ণগঞ্জ শহরে এসেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।