নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি) : প্রধানমন্ত্রীর নির্দেশকে আদেশ মনে করেই মৎস চাষ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সদ্য পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। শনিবার (৩০ জুলাই) দুপরে জালকুড়ি এলাকার ট্রাফিক পুলিশের অফিস এবং ডাম্পিং গ্রাউন্ডের জন্য নির্ধারিত স্থানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন তিনি। মৎস সপ্তাহ-২০২২ উপলক্ষে এরআগে নারায়ণগঞ্জ জেলা পুলিশ অন্যান্য থানাগুলোর পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম পালন করেছেন।
মাছের পোনা অবমুক্তকরণ শেষে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের যতগুলো পুকুর ও উন্মুক্ত জলাশয় আছে সেখানে আমরা মাছ চাষ করে থাকি। এ বছর প্রধানমন্ত্রীর নির্দেশে একটি জায়গাও যেন খালি না থাকে। যেখানে কৃষিকাজ সম্ভব কৃষি কাজ হবে, পতিত জমিতে শাকসবজি চাষ করতে হবে। খালি জলাশয়ে মাছ চাষ করতে হবে। তার এ নির্দেশকে আদেশ মনে করেই মৎস চাষ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল আলম চৌধুরী (ট্রাফিক), অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানসহ নারায়ণগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ আনিচুর রহমান মোল্লা ও ফতুল্লা থানা অফিসার ইনচার্জ রিয়াজুল হক দিপু, ট্রাফিক ইসচার্জ আব্দুল করিম শেখ, ইমরান সহ অন্যান্য কর্মকর্তারা।