নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী রহিম স্টিল মিলের বিরুদ্ধে কথিত প্রতারক ও অসাধূ গণমাধ্যমকর্মী আল-আমিন তুষারের অপতৎপরতা রুখতে মালিক, শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দের সমন্বিত অংশগ্রহনে ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উক্ত মিলের সম্মুখে কাঁচপুর ইউনিয়নের অন্তর্ভূক্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নয়াবাড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কথিত গনমাধ্যমকর্মী তুষারের অপপ্রচার বন্ধ করণে ও মালিক শ্রমিক সম্পর্ক বিদ্যমান রেখে মিলের কাজকে চলমান গতিতে এগিয়ে নেবার জন্যই এ মানবন্ধন আয়োজন করা হয়।
উল্লেখ্য উক্ত রহিম স্টীল মিলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে শ্রমিক-মালিক সম্পর্ক নষ্ট করে প্রতিষ্ঠানের ক্ষতিসাধন করে শ্রমিকদের পথে বসানোর পায়তারা করছেন তুষার, এমন অভিযোগ এনেছেন সর্বস্তরের সকল উপস্থিতি। অবিলম্বে তাকে বিচারের আওতায় নেবার দাবী জানান সকলে। এ সময় উক্ত মিলের শ্রমিক ইউনিয়ন সভাপতি মাহাবুব খান, সা. সম্পাদক নূরে আলম খাঁন, সদস্য মোস্তফা, জজ মিয়া, শরিফ, মকবুল, আঃ রহিম, দেলোয়ার, নূরে আলম, রাসেল, সোহেল, শাহজাহান, সালাউদ্দিন, আমানুল্লাহ, মিলের মালিক পক্ষের প্রতিনিধি সহ সর্বস্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন।