নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো নারায়ণগঞ্জ জেলার চার দিন ব্যাপী শ্রী শ্রী শ্যামা পূজার আনুষ্ঠানিকতা। ৩০ অক্টোবর বুধবার রাতে নগরীর ৫নং ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নগরীর বিভিন্ন মন্দিরের কালী প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন পরিচালনায়। প্রতিবারের ন্যায় এবারো নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে প্রতিমা নিয়ে এসে শহরের শীতলক্ষ্যা নদীতে বিসর্জন দেয়া হয়। শ্রীশ্রী শ্যামা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয় যথেষ্ট পরিমান নিরাপত্তা ব্যবস্থা। কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই এবার অনুষ্ঠিত হয়েছে কালী পূজার বিসর্জন।
প্রতিমা বিসর্জন ঘাটে এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি অরুন দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, বাংলাদেশ হিন্দু সংস্কার সমিতি নারায়ণগঞ্জ জেলার সভাপতি কমলেস সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেতা উত্তম সাহা, প্রদীপ ঘোষ চন্দন, শুশীল দাস, তপন ঘোষ, তপন ঘোপ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক কৃঞ্চ আচার্য, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি আনন্দ কুমার সেরাওগী, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগর সভাপতি অঞ্জন দাস ও ভজন কর্মকারসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন।