প্রতিবন্ধী অটো চালকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জে অন্তর (২২) নামে এক প্রতিবন্ধী অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৩ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় হাজীগঞ্জ কেল্লার ভেতর থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময়ে অটোরিকশা নিয়ে কেল্লার সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময়ে এই ঘটনা ঘটতে পারে। সকালে কেল্লার ভেতরে তার মরদেহ পাওয়া যায়। হয়তো অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্য এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে নিহত অন্তরের বন্ধু লাবিব বলেন, অন্তর শহরের মাসদাইর এলাকায় থাকতো। অটোরিকশা চালিয়ে তার সংসার চলতো। বিয়ে করলেও কিছুদিন আগে তাদের ডিভোর্স হয়ে গেছে। আমার সঙ্গে রাতে কথা হয়েছিল। এরপর সকালে তার মরদেহ উদ্ধারের খবর পাই। তার একটি পা ছিল না।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

add-content

আরও খবর

পঠিত