নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে ৩ জন প্রতিবন্ধীর হাতে ভাতার কার্ড তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। বৃহস্পতিবার ৪ অক্টোবর বন্দর উপজেলা পরিষদের নির্বার্হী কর্মর্তার কার্যলয়ে তাদের হাতে এ কার্ড তুলে দেওয়া হয়। যার ফলে কার্ড প্রাপ্ত ওই তিন জন প্রত্যেকে প্রতি মাসে সরকারের কাছ থেকে ৭০০ টাকা করে সহযোগীতা পাবেন। কার্ড প্রাপ্তরা হলো, আরিফ, ইসমাইল ও সাইফুল।
প্রতিবন্ধীদের হাতে কার্ড তুলে দেওয়ার পর বন্দর উপজেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়া ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার সবকটি স্টল ঘুরে দেখেছেন এমপি সেলিম ওসমান। এছাড়াও সেলিম ওসমানকে নিয়ে তৈরি শিশুদের কণ্ঠে গাওয়া জারি গান উপভোগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম.এ রশিদ, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহীন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ফয়সাল সাগর, হান্নান সরকার, ও সুলতান আহম্মেদ, বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদা মায়া, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ সালাম সহ অন্যান্যরা।
এর আগে সকালে শহরের ইসদাইর এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৪র্থ উন্নয়ন মেলায় অংশ নেওয়া বিকেএমইএ স্টলে যান নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান। এ সময় তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ, নারায়ণগঞ্জ আঞ্চলিক পার্সপোর্ট কার্যালয়, ফায়ার সার্ভিস সহ বেশ কয়েকটি স্টল ঘুরে পরিদর্শন করেন তিনি।