নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : আড়াইহাজারে মানুষিক প্রতিবন্ধি শিশু কন্যা (৯) কে টাকার প্রলোভন দেখিয়ে পায়ুপথে ধর্ষন করার অভিযোগে পুলিশ আকাশ নামে এক লম্পটকে গ্রেফতার করেছে।
১৯ জুলাই শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার আড়াইহাজার কৃষ্ণপুরা আলিয়া মাদ্রাসার পিছনে নির্জনস্থানে এ ধর্ষনের ঘটনা ঘটায় লম্পট। গ্রেফতারকৃত আকাশ আড়াইহাজার পৌরসভার মুকুন্দী এলাকার নবী হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুকুন্দী এলাকার রিক্সা চালকের মানুষিক প্রতিবন্ধি কন্যা শিশু এমদাদুল উলুম দাখিল মাদ্রাসার পাশে খেলা করার সময় একই এলাকার লম্পট আকাশ প্রতিবন্ধি শিশুটিকে টাকার লোভ দেখিয়ে মাদ্রাসার পিছনে নির্জনস্থানে নিয়ে তাকে পায়ু পথে ধর্ষন করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পরলে লম্পট পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। এ নিয়ে স্থানীয় পর্যায়ে আপোষ মিমাংসার দীর্ঘ নাটকীয়তার পর শুক্রবার রাতেই শিশুটির মা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত আকাশকে গ্রেফতার করে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় আকাশকে গ্রেফতার করা হয়েছে। তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।