নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি ): জমি দখল নিতে প্রতিপক্ষের লোকেরা প্রতিবন্ধী শিশুকে আছঁেড়ে ফেলে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। এসময় সন্ত্রাসীরা ঐ প্রতিবন্ধী শিশুর বাড়িঘরে হামলা ও ভাংচুর চালায়। রোববার দুপুরে উপজেলার বরাব খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতিবন্ধী আফরোজার বাবা তাইজুল ইসলামের লিখিত অভিযোগ থেকে জানা গেছে, তারাবো পৌরসভার কামাল নগর এলাকায় পৈত্রিক পাওয়া ৯ শতক জমি ভোগ দখল করে আসছে তাইজুল ইসলাম। একই এলাকার মোলজার হোসেন তার জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলের পায়তারা করে আসছে।
এ ঘটনা নিয়ে স্থানীয়রা মাতব্বরা বিচার সালিশও করেছেন। তাতেও ক্ষান্ত হননি মোলজার হোসেন। রোববার দুপুরে মোলজার, সুমন, আল-ইসলাম, আব্দুল, হযরতসহ অজ্ঞাত ২০/৩০ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাইজুল ইসলামের বাড়িতে অতর্কিতভাবে প্রবেশ করে ঘরবাড়ি ভাংচুর করে। এসময় আলমিরাতে থাকা ২ লাখ টাকা লুটে নেয় সন্ত্রাসীরা। এতে তার স্ত্রী শান্তা বেগম বাঁধা দেয়। পরে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা শান্তা বেগমকে পিটিয়ে আহত করে। একপর্যায়ে শান্তার কোলে থাকা তার প্রতিবন্ধী শিশু আফরোজাক সন্ত্রাসী সুমন ছিনিয়ে নিয়ে মাটিতে আছঁড়ে ফেলে হত্যার চেষ্টা চালায়। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। শান্তা বেগম ও প্রতিবন্ধী শিশু আফরোজাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শিশু আফরোজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয়রা জানান, মোলজার হোসেন এলাকায় ভুমিদস্যু হিসেবে পরিচিত। সে ক্ষমতার দাপটে এলাকার নিরীহ মানুষের জমি জোরপূর্বক দখল করে। বরাববাসীর কাছে মোলজার হোসেন এক অতঙ্কের নাম। মোলজারের অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। প্রতিবাদ করলেই মিথ্যা মামলাসহ নানাভাবে হয়রানি করে। মোলজার ছিনতাই, ডাকাতি, মাদকসহ বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে জড়িত।