প্রতিবন্ধি রাহাতের চিকিৎসার দায়িত্ব নিলেন অয়ন ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার পোষ্ট অফিসের সরদার বাড়ি এলাকার শারীরিক প্রতিবন্ধি রাহাতের (১৮) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান। রাহাতের চিকিৎসার জন্য ১ লক্ষ ৭০ হাজার টাকা অনুদান নিয়েছেন অয়ন ওসমান।

রাহাতের পিতা এমদাদুল্লাহ (৬০) দৃষ্টি প্রতিবন্ধি এবং বেশ কয়েক বছর আগে মাতা খালেদা বেগম মারা গিয়েছেন। তাই রাহাতের চিকিৎসা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছিল। পরে বিষয়টি জানতে পেরে রাহাতের চিকিৎসার দায়িত্ব নেন অয়ন ওসমান। রবিবার সন্ধ্যায় রাহাতের বাস ভবনে ১ লক্ষ ৭০ হাজার টাকা পৌছে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগ নেতা আহাম্মেদ কাউছার, শাহরিয়ার বাপ্পি, সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত