নারায়ণগঞ্জ বার্তা ২৪ :মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষাসৈনিক ও নারায়ণগঞ্জ পৌরসভার দুইবারের নির্বাচিত চেয়ারম্যান পৌরপিতা আলী আহাম্মদ চুনকার স্মরণে বঙ্গসাথী ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাদ আসর নগরীর পশ্চিম দেওভোগে বঙ্গসাথী ক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, পৌরপিতা আলী আহাম্মদ চুনকাকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। তিনি তার কর্মের মাধ্যমে আজও মানুষের হৃদয়ে জীবন্ত। সাধারণ মানুষের কল্যাণে তিনি সবসময় কাজ করেছেন, তাই নারায়ণগঞ্জের মানুষ তাকে দীর্ঘদিন স্মরণ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলী আহাম্মদ চুনকার ছেলে ও বঙ্গসাথী ক্লাবের উপদেষ্টা আহাম্মদ আলী রেজা রিপন, বায়তুল নূর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আফসার উদ্দিন আফসু, বঙ্গসাথী ক্লাবের সহ-সভাপতি আব্দুর রব রনি, বঙ্গসাথী ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ, কার্যকরী সদস্য ইকবাল বাবু, আল আমিন হোসেন, ডা. গোলাম মোর্শেদ।
বায়তুল নূর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নাসির উদ্দিন মিলাদ ও দোয়া পরিচালনা করেন। তিনি আলী আহাম্মদ চুনকার আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন।