নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : প্রতিবছরের ন্যায় এবারো খানপুর পোলষ্টার ক্লাবের ব্যবস্থাপনায় মেতে উঠো সবাই বাঙালীর সংস্কৃতিতে এক বর্ণাঢ্য ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৩মার্চ শুক্রবার বিকাল ৪টায় শহরের খানপুর এলাকায় আ. হামিদ মিয়ার ওয়াকর্ফ মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পোলষ্টার ক্লাবের সাধারন সম্পাদক মো. মাছুম কবীরে সঞ্চালনায় বেলুন উড়ানো সহ বাধ্যযন্ত্রের মাধ্যমে ঘুড়ি উৎসবটি উদ্ধোধন করেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু।
খানপুর পোলষ্টার ক্লাবের সভাপতি হাজী লোকমান আহম্মদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যকরি সদসস্য মো. সামছুজ্জামান ভাষানী, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ জেলার শ্রমিকলীগ নেতা ও পোলষ্টার ক্লাবের সাবেক সভাপতি মো. আসলাম, পোলষ্টার ক্লাবের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর কবীর পোকন, সহ-সভাপতি মো. আলমগীর কবীর বকুল, ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. জসীমউদ্দীন, ১২ নং ওর্য়াড যুবলীগের সভাপতি মো: সেলিম, আওয়ামীলীগ নেতা মো. জাহাঙ্গীর হোসেন, মো. নুরে আলম , মো: শাহজাহান সাজু, মো: টিপু সুলতান, পোলষ্টার ক্লাবের সহ-সভাপতি মো: কামরুজ্জামান, মো. উজ্জ্বল, মো: আরিফুজ্জামান আরিফ, মো: মোশারফ হোসেন, মো. মাহমুদ উল্লাহ, মো: আলাউদ্দীন, মো. রাকিব সরদার, মো. আকবর হোসেন, মো. হেলালউদ্দীন হেলাল ও শিশির ।
প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন ভুইয়া সাজনু বলেন, এ রকম ঘুড়ি উৎসব প্রতিবছর হওয়া উচিৎ। পৃথক যে কোন দুটি এলাকার মধ্যে প্রতিযোগীতামূলক ঘুড়ি উৎসব আগামীতে যেন হয় সে দিক নিদের্শনা দেন। শুধু ঘুড়ি উৎসব নয় যে কোন উৎসবে আমি আপনাদের পাশে আছি থাকবো এবং সহযোগীতা করবো। ঘুড়ি উৎসবের মূল আয়োজক মো. সাইফুল ইসলামকে প্রধান অতিথি ধন্যবাদ জানান বাংলার ঐতিহ্য ঘুুড়ি উৎসবটিকে পুনরায় জাগ্রত করার জন্য।
অনুষ্ঠানটি পরিচালনায় গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেন মো. সাইফুল ইসলাম রিয়েল, জিদান, রোমান, অপূর্ব, পরশ, রোয়ান, মোমেন, রাশা, দ্বীপ, আকাশ, রাতুল সহ রিয়েলের সকল বন্ধু মহল। আলোচনা শেষে ঘুড়ি উৎসবে অংশগ্রহন খানপুর এলাকার বিভিন্ন শ্রেনীর পেশাজিবী মানুষ সহ যুবকরা। নীল আকাশের আনাচে কানাচে ভরে যায় বিভিন্ন রঙের ঘুড়ি। অংশগ্রহনকারীদের হাতে থাকা নাটাই আর ঘুড়ি উড়ানোর মধ্যে দিয়ে একে অপরের সাথে চলে ঘুড়ি কাটাকাটি।