নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জে পৃথক স্থানে অভিযানে চাঁদা আদায়কালে হাতে নাতে ৩ জন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র্যাব-১১ দল। ৯ আগস্ট দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এবং সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ১/ মো: মনির হোসেন (৩৫), ২/ মো: আলমাস মিয়া (৫০) ও ৩/ মো: শামীম (৩২)। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির সময় নগদ ১৪ হাজার ১শত ২০ টাকা ও চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।
র্যাবের পৃথক অভিযানে চিটাগাং রোড ও মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস ও অটোরিক্সা, সিএনজি থামিয়ে চাঁদা আদায়কালে হাতে-নাতে ৩ জনকে আটক করে।
১০ আগস্ট র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরী পিপিএম এক সংবাদ বিবৃতে জানান, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস ও অটোরিক্সা, সিএনজি থামিয়ে গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় রাস্তায় চলাচলরত অটোরিক্সা এবং সিএনজি থামিয়ে চাঁদা আদায়কালে উক্ত চাঁদাদাবাজ চক্রের সক্রিয় সদস্য মো: শামীমকে হাতে-নাতে আটক করা হয়। এই চাঁদাবাজির পৃথক আরেকটি অভিযানে সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তায় চলাচলরত যাত্রীবাহী লেগুনা ও সিএনজি থামিয়ে চাঁদা আদায়কালে ১/ মো: মনির হোসেন ও ২/ মো: আলমাস মিয়াকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত আসামীরা এরূপ অপতৎপরতা পূর্বে হতে করে আসছে মর্মে স্বীকার করে। তাদের অত্যাচারে যানবাহন চালকরা অতিষ্ঠ। চাঁদাবাজ বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।