নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা) আসনের এমপি শামীম ওসমান বলেছেন, আমার এলাকার ২০ লাখ লোক পানিবন্দি ছিলো। তা নিরসনে কাজ চলছে। ৭হাজার ৪শ কোটি টাকার কাজ পাশ করেছি। আরো সময় দিন। গুলশান যেতে হবে না। দেড় বছর পর এখানে গুলশান হবে। হাতিরজীলের চেয়ে সুন্দর হবে নারায়ণগঞ্জ। তখন গুলশান ও অন্যান্য স্থান থেকে নারায়ণগঞ্জ দেখতে লোক আসবে। তবে আমার সপ্ন পূরণ হয়নি। শুধু রাস্তা ঘাট করতে টাকা আনি নি। নারায়ণগঞ্জের উন্নয়ন আমার লক্ষ।
শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও সেরা মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি সভাপতি এস.এম কামাল হোসেনের সভাপিতত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মো. ফজর আলী, সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া।
বক্তব্যকালে এমপি শামীম ওসমান আক্ষেপ করে বলেন, এত কষ্ট করে টাকা আনি। একটি ৩২ লক্ষ, ৭০ লক্ষ, ৪০ লক্ষ, ৮৮ লক্ষ। স্কুল কলেজ উন্নয়নের জন্যইতো আনি। আমি ইঞ্জনিয়ারকে জিজ্ঞাসা করলাম কাজ কেন হয়না। বলে মামলা আছে। প্রাথমিক আর হাইস্কুল সবই তো আমাদের। যে বাচ্চাটা আজ প্রাথমিক স্কুলে পড়ছে কাল তো সে হাই স্কুলে লেখাপড়া করবে।
ওইসময় উপস্থিত অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপি নেতা ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধানকে নির্দেশ দিয়ে এমপি শামীম ওসমান বলেন, তুমি অতি দ্রুত দুই পক্ষকে নিয়ে সম্মানজনক সমাধান করো। এরআগে বিএনপি নেতা ইস্রাফিল প্রধান এমপি শামীম ওসমানকে ফুলেল শুভেচ্ছা জানায়।
তিনি আরও বলেন, যে মন্ত্রী থাকুক, নারায়ণগঞ্জের উন্নয়ন করতে আমাকে টাকা দিতে হবে। আমি মন্ত্রীর পায়েও ধরেছি। নারায়ণগঞ্জের মানুষের জন্য কাজ করছি। মানুষ খুশি হলে, আল্লাহ খুশি হয়। আপনাদের দোয়া চাই। আগামীতে লিংক রোডের দুইপাশে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় করবো। সারা বাংলাদেশের সেরা চিকিৎসালয় করবো নারায়ণগঞ্জে। আন্তর্জাতিক মানের এ সকল হাসপাতালে বাহির থেকে মানুষ চিকিৎসা সেবা নিতে আসবে।
এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সদস্য বদিউজ্জমান বদু, মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. আয়েত আলী, মো. রহিম উদ্দিন সিকদার, আবু সাঈদ, দাতা সদস্য রেজাউল প্রমুখ।