নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ১৩নং ওয়ার্ডের সকল পূজা মন্ডপে ও জামতলা, মাসদাইর, গলাচিপা, আমলাপাড়া, রবিদাস পাড়া ও কুমুদিনী বাগানে দরিদ্রদের মাঝে পাচ শতাধিক শাড়ী বিতরন করেছেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। ২৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার অষ্টমীতে বিকাল ৪টায় গলাচিপা লোকনাথ আশ্রম মন্ডপে শতাধিক নারী পুরুষের মধ্য শাড়ী লুংগি বিতরনের মাধ্যমে ২দিন ব্যাপী কর্মসূচী উদ্বোধন করেন।
এসময় ১৩ নং ওয়ার্ড কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন,বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। আমি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতিনিধি হিসাবে সব সময় আপনাদের পাশে ছিলাম ও আগামী দিনেও সূখে দুখে আপনাদের পাশে থাকবো।আপনাদের সুবিধার্থে মহা শশ্মানকে আধুনিকায়নের জন্যও আমি নিরলশ কাজ করে যাচ্ছি।কিছুদিনের মধ্যেই শশ্মানের সীমানা প্রাচীর ও আকর্ষনীয় প্রবেশদ্বার নির্মাণের কাজ শুরু হবে।