অবৈধ স্ট্যান্ড ও হকারমুক্ত হওয়ায় ফাকাঁ শহর ও শহীদ মিনারের আশ-পাশ
নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন উর রশিদের হুশিয়ারীর পর ফাকাঁ হয়ে গেছে শহরের প্রাণ কেন্দ্র চাষাড়া ও শহীদ মিনারের আশ-পাশ। এতে করে সড়কের পাশে ফুটপাত দিয়ে এখন কোন রকম বাধা ছাড়াই চলাচল করছে পথচারীরা। এছাড়াও চোখে পড়ছেনা অবৈধভাবে দখল করে রাখা সিএনজি স্ট্যান্ড। এক সময় অবৈধ দখলে সহযোগীতায় পুলিশ প্রশাসনকে নিয়ে সাধারণ মানুষের নানা অভিযোগ থাকলেও তারাই এখন পুলিশ সুপারকে বা-হ-বা দিচ্ছে। কিছু দিন ধরে শহরের এমন মুক্ত অবস্থা দেখে অনেকেই এখন স্বস্তি প্রকাশ করছে। এছাড়াও সকলের স্বার্থে ফুটপাত ছেড়ে দিয়ে হকারদের এই ত্যাগ স্বিকার করে পুলিশকে সহযোগীতা করায় কৃতজ্ঞতাও জানিয়েছে তারা। যার ফলে শহরময় ফিরে এসেছে অনেকটাই যানজট মুক্ত পরিচ্ছন্ন পরিবেশ।
১২ জানুয়ারি শনিবার চাষাঢ়া শহীদ মিনার সংলগ্ন সান্তনা মার্কেটের সামনে চলাচলরত নাম প্রকাশে অনিচ্ছুক এক পথচারী বলেন, রাস্তায় চলাচলের এমন ফাঁকা সড়ক দেখে রিক্সায় চড়তেও ইচ্ছে হয়না। ফাকাঁ ফুটপাত পেয়ে চলতে আগের থেকে অনেকটা স্বস্তি লাগছে। এছাড়াও সড়কের পাশে ফুটপাত অনেকটা পরিস্কার দেখা যাচ্ছে। হাটাঁচলায় কোন প্রকার বাধার সম্মূখিন হতে হচ্ছে না। পুলিশ সুপারের এমন ভালো উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তিনি নিজে এসে কোন প্রকার হট্টগোল বা সংর্ঘষ ছাড়াই শহীদ মিনার এলাকার সড়কের আশ-পাশ খালি করিয়েছে। এটা তার একটি সুকৌশলও বটে। আর এজন্যই হকার ও সিএনজি স্ট্যান্ডে থাকা চালকেরাও তার অনুরোধে সাড়া দিয়েছে।
এ সময় হকারদের সমাধোনে পরার্মশ দিয়ে পূর্নবাসনের দাবী করে তিনি আরো বলেন, যেহেতু হকাররাও সল্প পূজিঁ নিয়ে সংসার চালায়, সেদিক খেয়াল রেখে তাদের জন্য নির্দিষ্ট স্থান অথবা সময় ধরে দেয়া যেতে পারে। তাছাড়াও স্থানীয়দের প্রাধান্য দিয়ে বহিরাগতদের সরিয়ে দিলে সড়কের হকার সমস্যাটা অনেকটাই সমাধান হতে পারে ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপরে হকারমুক্ত ফুটপাত, যানজটমুক্ত শহর এবং সন্ত্রাস, মাদক সহ অপরাধ নির্মূল প্রসঙ্গে চাষাড়া শহীদ মিনারে সাংবাদিকদের সাথে ব্রিফ করেন জেলা পুলিশ সুপার হারুন উর রশিদ বিপিএম, পিপিএম। ওই সময় তিনি বলেন, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। সাধারণ মানুষ স্বাধীনভাবে চলাচল করবে এটা তার অধিকার। আর কেউ ইচ্ছে করে সড়কে ও আশপাশে দখল করে সাধারণ মানুষের বাধার সৃষ্টি করবে এটা মেনে নেয়া যাবেনা। নাগরিকদের সুযোগ সুবিধার জন্য যা যা করার দরকার তা-ই করবো। পুলিশ শুধু বাহিনী নয় এটা সার্ভিস। আমরা এখানে জনগণের সেবা দিতে এসেছি। ফুটপাত যাতে হকারমুক্ত থাকে সেজন্য আমরা সব ধরণের পদক্ষেপ গ্রহণ করবো। কোনো ভাবেই ফুটপাত দখল হতে দেওয়া যাবে না।