নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আজ নারায়ণগঞ্জের দায়িত্ব গ্রহন করছে পুলিশ আনিসুর রহমান বিপিএম। বেলা ৩ টায় পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম জানান, বুধবার স্বারাষ্ট্রমন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ ও যশোরের পুলিশ সুপারসহ ১১ জন পুলিশ সুপার পদে রদবদল করেছেন।
জানা গেছে, জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দেয়া মো. আনিসুর রহমান মাস্টার্স ডিগ্রি গ্রহনের পর ২০০১ সালের ৩১ মে পুলিশের চাকরীতে যোগদান করেন। তিনি যশোরে দায়িত্ব পালনের পূর্বে নোয়াখালীতে ছিলেন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানি থানার শংকর পাশা গ্রামে জন্ম গ্রহন করেন।
যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) সালাউদ্দিন শিকদার বলেন, তিনি দায়িত্ব পালন কালিন সময়ে উল্লেখ করার মতো অনেক কিছু করেছেন। তিনি উড়ন্ত ছিনতাই বাহিনীকে নিয়ন্ত্রনে এনেছেন। ব্যাপক মাদক ও অস্ত্র উদ্ধার করতে পেরেছেন। ২০১৪ সালে যশোরের নতুন এসেই অভয়নগরের আলোচিত সাম্প্রদায়িক সমস্যায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রেখেছেন। হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকে তিনি কঠোর হস্তে দমন করেছেন। ওই জেলার মাদক সম্রাটকে নিয়ন্ত্রনে এনেছেন। কমিউনিটি পুলিশিং কাজে তিনি অগ্রনী ভূমিকা পালন করেছেন।