নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সাংবাদিক অঙ্গনের প্রিয় মুখ, ভোরের কথা পত্রিকার সম্পাদক এবং নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (এনইউজে ৪৪৬০) এর সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফকে নারায়ণগঞ্জ সদর থানার এস আই বাশার কর্তৃক শারিরীকভাবে লাঞ্চিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব নেতৃবৃন্দ।
প্রেরিত এক নিন্দাবার্তায় দারোগা বাসারকে ২৪ ঘন্টার মধ্যে চাকুরীচ্যুত করাসহ চাষাড়া বিজয় চত্বরে এসে নারায়ণগঞ্জ সাংবাদিক সমাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবী জানিয়েছেন ক্লাবের সকল কমকর্তা ও সকল সদস্যবৃন্দ। সেই সাথে নারায়ণগঞ্জের সকল সাংবাদিককে এ ধরনের যে কোন অনাকাঙ্খিত ঘটনার প্রতিবাদে সোচ্চার থেকে মহান পেশা সাংবাদিকতার ঐতিহ্য অক্ষুন্ন রাখার আহ্বান জানান ক্লাবের সভাপতি সাইফুল্লাহ্ মাহমুদ টিটু ।