নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সোনারগাঁও প্রতিনিধি) : সোনারগাঁয়ে পুলিশের হাতে ব্যবসায়ী ও জনগণের হাতে পুলিশ সদস্য নিহত এ ঘটনায় দায়িত্ব অবহেলা ও অপেশাদারীত্বের কারনে সহকারী উপ-পরিদর্শক এএসআই ফখরুল ইসলামকে সাময়িক ভাবে চাকরী থেকে বরখাস্ত করা হয়েছে। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেব মিয়া বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের জানান, এএসআই ফকরুল ইসলামের বিরুদ্ধে এলাকায় অবাদে বিচরন, সাধারণ মানুষকে হয়রানী সহ বিভিন্ন অভিযোগে তাকে অন্যত্র বদলির জন্য এক সপ্তাহ পূর্বে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের বরাবর লিখিত ভাবে জানানো হয়েছিল। কর্তব্য ও দায়িত্বে অবহেলা ও অপেশাদারীত্বের কারনে এএসআই ফখরুল ইসলামকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে জানাযা শেষে পুলিশ কনস্টেবল আরিফুল ইসলামের লাশ মানিকগঞ্জ জেলার সুসন্ধ্যা গ্রামে ও ব্যবসায়ী আব্দুল মতিন মিয়ার লাশ উপজেলার সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের সদ্য যোগদানকারী পুলিশ সুপার (এসপি) মঈনুল হক বলেন, দায়িত্বে অবহেলার কারনে এএসআই ফখরুল ইসলামকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য ৩ সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।