পুলিশের হাতে হেরোইন সহ কামরুল গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : শহরের বহুল আলোচিত মাদক স্পট জেলা পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন চাঁনমারি বস্তির মাদক সম্রাজী হাসির সহযোগি কামরুল হাসান (২৩) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তবে পুলিশি উপস্থিত টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় মাদক সম্রাজী হাসি। গ্রেফতারকৃত কামরুল হাসান চাঁনমারির কলেজ রোডের জালাল ড্রাইভারের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ই জুলাই রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে ফতুল্লার ইসদাইর গাবতলীস্থ আমেনা গার্মেন্টস সংলগ্ন রাস্তা থেকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

থানা পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রওশন ফেরদৌস সঙ্গীয় ফোর্স সহ গাবতলীস্থ আমেনা গার্মেন্টস এর পার্শ্বে রওশন আরা স্কুল লেখা সাইনবোর্ডের পূর্ব পার্শ্বের রাস্তায় অভিযান চালিয়ে কামরুল হাসান কে গ্রেফতার করে। এ সময় পুলিশ গ্রেফতারকৃতের নিকট থেকে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। তবে পুলিশি উপস্থিত টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় চাঁনমারির মাদক সম্রাজী হাসি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত কামরুল হাসান ও পালিয়ে যাওয়া মাদক সম্রাজী হাসি কে আসামী করে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে বলে জানায় পুলিশ।

add-content

আরও খবর

পঠিত