পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, আটক-৩

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ সংবাদ দাতা ) : রূপগঞ্জ পুলিশের এক এসআইয়ের লুট হওয়া অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।  শনিবার (২৬ জানুয়ারি) রাত ৮ টায় উপজেলার ভুলতা ইউনিয়নের চেলাপাড়া এলাকায় একটি অভিযোগের তদন্ত করতে গিয়ে অস্ত্রটি লুট হয়। পরে রাত ১১টার দিকে  স্থানীয় একটি মাঠে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়।

সূত্রে জানাযায়, শনিবার ভুলতার চেলাপাড়া গ্রামে দুই দলের রাত্রিকালীন ফুটবল খেলা চলছিলো। ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই নাজিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে হাজির হয়।  ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালাকে সেখানে খুঁজতে থাকে পুলিশ। হানজালার বিরুদ্ধে সম্প্রতি রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল।

সেটি তদন্ত করার সময়ে চেলাপাড়াতে ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন হানজালা। তখন সে পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে হানজালার নেতৃত্বে ওখানকার ৩০-৪০ জন মিলে পুলিশের উপর আক্রমন করে । এতে এসআই নাজিরুজ্জামান আহত হন। এসময়  তার সঙ্গে থাকা অস্ত্রটি লুট হয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নূরে আলম জানান, অস্ত্রটি রাতে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত