পুলিশের মডিফাই হয়েছে : এসপি হারুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, দেশে উন্নয়নের ছোয়া লেগেছে। ঢাকায়, কাচঁপুর, রূপগঞ্জের ভূলতায় ফ্লাই ওভার তৈরি হয়েছে। আজ দেশের উন্নয়নের যে অগ্রজাত্রা তার সত্যতা স্বীকার করতে হবে। আমাদের পুলিশেরও মডিফাই হয়েছে। আগে আমাদের মধ্যে পেট মোটা পুলিশ ছিলো। তারা এক বেলা খাবারের জন্য বিভিন্ন কিছু করতো। এখন কিন্তু আর এমন পুলিশ নাই। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আড়াইহাজারের কালাপাহারিয়ায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কিছু কিছু মানুষ আছে তারা মাদরাসায় গিয়ে ইসলামের নাম করে উঠতি বয়সের মানুষদের বিভিন্ন দিকে নিয়োজিত করে জঙ্গিবাদ তৈরি করছে। আপনারা লক্ষ করেছেন কয়েক বছর আগে তারা হলি আর্টিজেনে হামলা চালিয়েছে। তাদের হামলার লক্ষ হচ্ছে দেশকে উন্নয়ন থেকে বঞ্চিত করা। আজকে পাকিন্তান-আফগানিস্থান যেভাবে ধ্বংস হচেছ, তারা নিজেরা নিজেরা মারামারি করছে, মসজিদে-মন্দিরে হামলা করছে। তারাও চাচ্ছে বাংলাদেশে সান্ত্রসী হামলা চালুক।

পুলিশ সুপার বলেন, আড়াইহাজারের কালাপাাহারিয়ায় কয়েক জায়গায় জুয়া ও মাদকের আসর বসে। এলাকার পুলিশেরা তা দেখেও না দেখার বান করে। কালাপাাহারিয়ার মানুষদের কাছে আমার একটাই অনুরোধ এই মাদক ও জুয়ার আসরে যদি কোন পুলিশ জড়িত থাকে আমাকে জানাবেন। তাদের বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। আমরা কাউকে ছাড় দিচ্ছি না। সে যত বড় ক্ষমতাসিনই হোক।

পুলিশ সুপার হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম বাবু। আরো উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার (হেডকোয়াটার) সুভাষ চন্দ্র সাহা,  শাহাবদ্দিন আহমেদ সিনিয়র সহকারি পুলিশ সুপার ট্রাফিক, মনিরুজ্জামান (আলফা-২), আবদুল্যাহ আল মামুন (আলফা-৩), আফসার উদ্দিন খাঁন (সি-সার্কেল) নারায়ণগঞ্জ জেলা পুলিশ, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন ও স্থানীয় যুবলীগ নেতা ফাইজুল ইসলাম ডালিম প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত