নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের বন্দর হাফেজীবাগ এলাকায় মামলার এজাহার নামীয় প্রধান আসামী রায়হান (২০) কে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা রনির বিরুদ্ধে। এ সময় পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান করা ও বাদীকে প্রাণ নাশের হুমকি দেওয়ার অপরাধে রনি ও এজাহার নামীয় আসামী আরমান (২০) কে গ্রেফতার করা হয়। গত ২রা মার্চ মঙ্গলবার দুপুরে বন্দর হাফেজীবাগ কবরস্থান রোড এলাকায় এ ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃতরা হচ্ছে বন্দর হাফেজীবাগ এলাকার মালেক মিয়ার ছেলে রনি ও বন্দর রেললাইন এলাকার হাকিম মিয়ার ছেলে রাকিব (২০)।
সুত্রে মতে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে বন্দর থানার এজাহার নামীয় ১৬(০১)২১ইং জিআর মামলার প্রধান আসামী রায়হান সহ পলাতক আসামীদেরকে বন্দর থানার এসআই মোদাচ্ছের ও আ: বারেক অভিযান চালিয়ে গ্রেফতার করতে গেলে পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান করে প্রধান আসামীকে পালাতে সহায়তা করে ও বাদীকে প্রকাশ্যে মামলা তুলে নেয়ার হুমকি দেয় বন্দর হাফেজীবাগ এলাকার মালেক মিয়ার ছেলে রনি। পরে বন্দর থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) তারিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে প্রধান আসামীর পিতা রনি ও এজাহার নামীয় পলাতক আসামী আরমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের ৩ই মার্চ বুধবার দুপুরেই যথাযথ নিয়মে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।