নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে দিন দুপুরে চোরাইকৃত ৪টি লোহার পাইপ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ২০শে মার্চ রবিবার সকাল সাড়ে ১০টায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর কেএনসেন রোডস্থ ভাঙ্গারী ব্যবসায়ী সাদ্দামের বাড়ি সামনে থেকে ওই চোরাইকৃত পাইপ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী গণমাধ্যমকে জানান, বন্দর থানার ২০ নং ওয়ার্ডের কেএনসেন রোড এলাকার সুভাষ মিয়ার ছেলে চিহিৃত চোর তাপস ও সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার আলী মৃধা ছেলে রাসেল এবং মাহামুদনগর এলাকার বাহালুল মিয়ার ছেলে বিল্পব অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে ২০ নং ওয়ার্ডবাসী। তারা দীর্ঘ দিন ধরে ২০ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লাসহ এমনকি মসজিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানে চুরি করে আসছে। এর ধারাবাহিকতায় গত ১৯শে মার্চ শনিবার রাতে উল্লেখিত চোরের দল অজ্ঞাত স্থান থেকে লোহার পাইপ চুরি করে মাহামুদনগর এলাকায় বিক্রির করার উদ্দেশ্যে নিয়ে আসে। পরে ২০শে মার্চ রবিবার সকালে বন্দর থানার উপ-পরিদর্শক আবুল বাশারসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে মাহামুদনগর কেএনসেন রোডস্থ ভাঙ্গারী ব্যবসায়ী সাদ্দামের বাড়ীর সামনে অভিযান চালিয়ে চোরাইকৃত ৪টি লোহার পাইপ উদ্ধার করতে সক্ষম হলেও ওই সময় চোরের দল পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে বন্দর থানার উপপরিদর্শক আবুল বাসার গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাহামুদনগর কেএনসেন রোড এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত লোহার পাইপ উদ্ধার করতে সক্ষম হই। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। আমাদের তদন্ত অব্যহত রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।