পুলিশের অভিনয়ে ফুঁটে উঠলো বঙ্গবন্ধু হত্যায় মোস্তাকদের ষড়যন্ত্র

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশ পুলিশ সদস্যদের নিখুঁত অভিনয়ে অভিশপ্ত আগষ্ট নাটকটি ফুঁটে উঠলো বঙ্গবন্ধু হত্যায় মোস্তাকদের ষড়যন্ত্র ১৩ই মে শুক্রবার সন্ধ্যা ৮ টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। এটি ছিল বাংলাদেশ পুলিশের ৬৮তম মঞ্চায়ন৷বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের পরিকল্পনা, গবেষণা তথ্য সংকলনে এবং পুলিশ পরিদর্শক জাহিদুর রহমানের রচনা নির্দেশনায় ১৫ আগস্ট হত্যাকাণ্ডের উপর নাটকটির মঞ্চায়ন করা হয়।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিপথগামী সেনা সদস্যরা কীভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছে, খন্দকার মোশতাক কীভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘনিষ্ঠ সহচর হয়ে বিশ্বাসঘাতকতা করেছে, পুলিশ সদস্যের তাদের নিখুঁত অভিনয়ে নাটকটিতে সেই চিত্র ফুটে উঠেছে। নাটকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির গৃহকর্মী বীরাঙ্গনা পরীভানুর চরিত্রে এক নারী পুলিশ সদস্যের অভিনয় সবাইকে মুগ্ধ করে।বাংলাদেশ পুলিশ সদস্যদের দক্ষ অভিনয়ে এসময় নাটকটি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিপথগামী কিছু কুলাঙ্গার সদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ পিছিয়ে দিয়েছিল। বাংলাদেশ পুলিশ সদস্যরা মানুষের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি বঙ্গবন্ধুর সঠিক নেতৃত্ব পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নাটকের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছেন।

এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদৌসসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা৷

add-content

আরও খবর

পঠিত