নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জঙ্গি দমনের নামে সাঁড়াশী অভিযানে নিজ দলসহ বিরোধী নেতাকর্মী ও নিরীহ মানুষকে গণ গ্রেফতারের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ নগর বিএনপি বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধার মুখে পড়ে।
১৮ জুন শনিবার বিকালে নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল এর নেতৃত্বে একটি মিছিল ডিআইটি রোডস্থ জেলা ও মহানগর বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশের শত বিধি-নিষেধের পরও নগর বিএনপির নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশটি দলীয় কার্যালয়ের অভ্যান্তরে করে।
বিক্ষোভ সমাবেশে এটিএম কামাল বলেন, সাঁড়াশী অভিযানের নামে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করে জঙ্গি বানানোর চেষ্টা করছে। বিরোধী দলের যেসব নেতাকর্মীকে ধরা হয়েছে তাদের কাছ থেকে এখন জঙ্গি বলে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অবৈধ সরকার দমন-পীড়ন করে বিএনপিকে ধ্বংস করতে চায়। কিন্তু বিপুল জনপ্রিয়তা ও জনসমর্থনের কারনে শহীদ জিয়ার আদর্শে গড়া দলটির ক্ষতি কেউ করতে পারে নি।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, কেন্দ্রীয় জিয়া পরিষদের নজির আহম্মেদ নজির, শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক, মাকিদ মোস্তাকীশ শিপলু, মঞ্জুরুল আলম মুসা, শাহরিয়ার চৌধুরী ইমন, সালাউদ্দিন আহম্মেদ, মোক্তার হোসেন, মোঃ অপু, মোঃ মামুন প্রমুখ