পুরোনো দ্বন্দ্বের জেরে কিশোর আব্দুল্লাহ খুন গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই কিশোর অপরাধী দলের মধ্যে বিরোধের জেরে আব্দুল্লাহ খান রায়হান নামে ১৬ বছর বয়সী এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) রাতে হত্যাকাণ্ডের ঘটনার পর তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: প্রধান অভিযুক্ত মুন্সিগঞ্জের গজারিয়ার প্রয়াত আলী আহাম্মদের ছেলে হৃদয় ওরফে পাইটু হৃদয় (১৫), সিদ্ধিরগঞ্জের নয়াপাড়ার আব্দুস সামাদের ছেলে মো. হৃদয় (৩০), একই এলাকার মো. ফারুকের ছেলে মো. সাব্বির (১৮), দক্ষিণ কদমতলী নাভানা সিটি এলাকার আবুল কাশেমের ছেলে মো. জাহিদ (১৮) এবং নোয়াখালীর মাইজদীর মনির হোসেনের ছেলে আল আমিন (২০)।

add-content

আরও খবর

পঠিত