পুরুষ নির্যাতন দমন আইন পাশের দাবীতে মানব কল্যাণ পরিষদের মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোটার ) :  বিশ্ব পুরুষ দিবস উপলক্ষ্যে মানব কল্যাণ পরিষদ এর আযোজনে পুরুষ নির্যাতন দমন আইন পাশের দাবীতে নরসিংদীতে পুলিশ লাইন হাইওয়ে রোডে ১৯ নভেম্বর  সোমবার দুপুর দিকে মানব কল্যাণ পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়ার সভাপতিত্বে পুরুষ নির্যাতন দমন আইন পাশের দাবী জানিয়ে সংগঠনের মহাসচিব বলেন, মানুষের জন্য নিরাপদ ও উত্তম পৃথিবী গড়া যেখানে সে নিরাপদ ও তার সকল সম্ভবনা নিয়ে বেড়ে উঠতে পারে। তাই লৈঙ্গিক সম্পর্কের উন্নয়ন ও সমতা চাই।

এ সময় আরো বক্তব্য রাখেন, সাংগঠনিক সচিব জি.এম মোস্তুফা ও মো: রবিউল ইসলাম বক্তব্যকালে তারা বলেন, বর্তমানে যে হারে পুরুষ নির্যাতন হচ্ছে তা অত্যান্ত দু:খ জনক। নারী ও শিশু নির্যাতন দমন আইনটিকে কতিপয় নারী অপব্যবহার করছে। নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলছি, আপনারা পুরুষের বিরুদ্ধে অহেতুক মিথ্যা, বানোয়াট মামলা দিয়ে হয়রানী করবেন না। বর্তমানে অধিকাংশ নারী নির্যাতন ও যৌতুক মামলা গুলি মিথ্যায় পরিণত হয়েছে। কোন বৈষম্য নয়। আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের পাশাপাশি সরকারের কাছে পুরুষ নির্যাতন দমন আইন পাশের দাবী জানাচ্ছি।

মানববন্ধকালে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মো: আবুল হোসেন মোল্লা তুষার, মো: মোবারক হোসেন, মো: সাকিব, খলিলুর রহমান, মো: জাহিদ, বিদ্যুৎ , বাবুল ও প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত