নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিনিধি) : প্রয়াত এমপি নাসিম ওসমান তনয় আজমেরী ওসমানের ব্যাক্তিগত উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে এসি অনুদান দেয়া হয়েছে। ৫ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা শহরের পুরান কোর্ট সংলগ্ন ওই মসজিদ কমিটির কাছে ৫ টন এর এসি হস্তান্তর করা হয়। এছাড়া মসজিদের উন্নয়নে আজমেরী ওসমান ভবিষ্যতেও সার্বিকভাবে সহযোগীতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এসি হস্তান্তর কালে উপস্থিত ছিলেন, মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাসানুজ্জামান, মসজিদ কমিটির সাধারন সম্পাদক ডা, শাহনেওয়াজ, হাজি কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন, আলমগীর ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতি সাধারণ সম্পাদক মুরশিদ আলম খান, মঞ্জুর, আক্তার নুর, হোসেন, স্বপন, নিরব, প্রমুখ।
এরআগে মসজিদটিতে প্রয়াত এমপি নাসিম ওসমানের বিদেহী আত্মার শান্তি কামনা ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।