নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : আমাদের যে অর্থনীতি সেখানে এখন শুধুমাত্র অনার্স মাস্টার্স, এমএ, বিএ পাশ করলেই কিন্তু জীবনের মোড় ঘুরবেনা, কর্মসংস্থান অর্জন সম্ভবনা। পুথিঁগত বিদ্যা দিয়ে জীবনের মোড় ঘুরবেনা বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রবিবার (৫ জানুয়ারি) সকালে বন্দর উপজেলার নাজিম উদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ এর নবীন বরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, উচ্চ শিক্ষা অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু উচ্চশিক্ষার পাশাপাশি দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ নিতে হবে। উচ্চ শিক্ষা লাইসেন্স হলেও এটি দিয়ে জীবিকা অর্জন হবেনা।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে নওফেল বলেন, যে কোন বিষয়ের সনদে আমরা শিক্ষা নিবো কিন্তু যেগুলো আমাদের অর্থনীতিতে নিজেকে কাজে লাগাতে পারবে সেবিষয়গুলো আমাদের আলাদা করে শিখতে হবে, জানতে হবে। এসময় উপমন্ত্রী তিনি নিজেও উচ্চশিক্ষা গ্রহণের সময় আলাদা করে কম্পিউটারের উপর শিক্ষা নিয়ে তিন বছর চাকুরী করেছিলেন বলে জানান। চাকুরীর সাথে তাঁর নেয়া উচ্চশিক্ষা ডিগ্রির কোন সম্পর্ক ছিলোনা।
নাজিম উদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ এর গভর্নিং বডির সভাপতি আরজু রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) খোরশেদ আলম, জেলা তত্ত্বাবধায়ক প্রকৌশলী মঞ্জুরুল হাসান, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, বন্দর ইউএনও শুক্লা সরকার, এসিল্যান্ড আফিফা খানম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ প্রমুখ ।