নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও সংবাদদাতা ) : সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নে ইউনিয়ক নামে কোম্পানীর বালু ভরাটকে কেন্দ্র করে যুবলীগ কর্মী মোহাম্মদ আলী মামুন খুনের ঘটনায় পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মোশারফ হোসেন মেম্বার অভিযুক্ত আসামী হওয়ায় সংগঠনের নিয়ম অনুযায়ী বর্ধিত সভার মাধ্যমে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
এ ব্যপারে উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন বলেন, অভিযুক্ত আসামী পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগ সভাপতি মোশারফ হোসেন মেম্বার পূর্বের কমিটির অনুমোদিত হওয়ায় আমরা বর্তমান কমিটি এর দায় ভার বহন করব না। তাই পিরোজপুর ইউনিয়ন সভাপতিকে বহিস্কার সহ বর্তমান পিরোজপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা হইল।
উল্লেখ্য যে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী জৈনপুর, রতনপুর , ভবনাথপুর ও ছয়হিস্যা মৌজায় ইউনিক নামে কোম্পানীর বালু ভরাটকে কেন্দ্র করে যুবলীগ নেতা জাকির হোসেনের সাথে ইউপি সদস্য ও পিরোজপুর ইউপি স্বেচ্ছা সেবকলীগ সভাপতি মোশারফ বাহিনীর মধ্যে বিরোধ চলে আসছিল। গত বুধবার (০৩ জানুয়ারী) রাতে যুবলীগ নেতা জাকিরের ভাগিনা যুবলীগ কর্মী মোহাম্মদ আলী ওরফে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে মারাত্বক ভাবে জখম করে প্রতিপক্ষরা পালিয়ে যায়।
খবর পেয়ে এলাকাবাসী ও স্বজনরা আহত মোহাম্মদ আলীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে মারা যায়। ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে ভবনাথপুর গ্রামের আব্দুল বাতেনের ছেলে পিরোজপুর ইউপির ৭ নং ওয়ার্ড সদস্য ও পিরোজপুর ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছা সেবকলীগ সভাপতি মোশারফ হোসেনকে আটক করে পুলিশ।