পিকআপ গাড়ি ব্যবহার করে চোরাই ডিজেল ক্রয়-বিক্রয়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জ্বালানী তেল চোরাই চক্রের সক্রিয় ২ সদস্যকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জুলাই বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনামিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো : মো. ইসমাইল হোসেন (৩২) ও মো.আলতাফ হোসেন (৪৫)। এ সময় ১ হাজার ৬শত লিটার চোরাই ডিজেল ও চোরাই ডিজেল তেল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ি জব্দ করে র‌্যাব।

২৯ জুলাই শুক্রবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি (সহকারী পরিচালক) মো.রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ প্রেরিত বার্তায় তিনি জানান, গ্রেফতারকৃতরা আসামীরা চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় চক্রের সংঘবদ্ধ সক্রিয় সদস্য বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। এছাড়া গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে ডিজেল অবৈধভাবে সংগ্রহ করে কেনাবেচা করে আসছে। তাছাড়া তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত পিকআপ ব্যবহার করে চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় করে থাকে। এই সকল তেল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত