নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : প্রতিবছরের মত এবছরও ২০১৫ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় বন্দর উপজেলাধীন মদনপুরের এডুকেশন পার্ক কিন্ডার গার্টেন থেকে ২৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৭টি ট্যালেন্টপুল ও ২টি সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে সফলতার অধিকারী হবার পাশাপাশি ১৩টি জিপিএ-৫ (অ+) পাবার কৃতিত্ব অর্জন করেছে। অত্র স্কুল থেকে সাদাফ এরাকাত সিফার, ইফতেদা ইসলাম নিবির, ছিয়াম আলামিন, ফয়সাল মাহমুদ ফাহিম, তৌফিক ওমর ইমন, মেহেদী হাসান ও ফয়সাল হোসেন ট্যলেন্টপুল বৃত্তি এবং শিহাব হোসেন ও মুক্তা আক্তার সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। এ সাফল্যের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি অত্র এলাকার সকলের নিকট থেকে প্রশংসা কুড়িয়েছে।
এ সাফল্যে ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও এর সাথে সম্পৃক্ত সকলকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন ও প্রতিষ্ঠানটির সার্বিক মঙ্গল কামনা সহ ভবিষ্যৎ সফলতার জন্য দোয়া করেছেন। উল্লেখ্য এডুকেশন পার্ক কিন্ডার গার্টেনটি প্রতিষ্ঠার পর থেকে এ অঞ্চলের ছোট ছোট শিক্ষার্থীদের শিক্ষামুখী করা ও উন্নত বৈচিত্র্যময় ছাত্র-ছাত্রী গড়ার ক্ষেত্রে ভূয়সী ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি বন্দর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় পর পর চার বার ধারাবাহিকভাবে প্রথম স্থান লাভের গৌরব অর্জন করে। ২০১১ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অত্র স্কুল থেকে ৫টি জিপিএ-৫ সহ ৩টি সরকারী বৃত্তি এবং ২০১২ সালে ৭টি জিপিএ-৫ সহ ৪টি সরকারী বৃত্তি এবং ২০১৪ সালে ১৬টি জিপিএ-৫ সহ ৩টি বৃত্তি লাভ করে। স্কুলের সার্বিক সাফল্যের জন্য অত্র স্কুলের অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন ও সামনের দিন গুলোতেও এ প্রতিষ্ঠানের সফলতার জন্য সবাই সহযোগিতা ও দোয়া করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।