নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : ২০১৯ সালের পিইসি পরীক্ষার ফলাফলে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নস্থ ৫নং নানাখী সরকারি প্রাথমিক বিদ্যালয় সোনারগাঁ উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। উক্ত বিদ্যালয় থেকে মোট ৭৬ জন শিক্ষার্থী ৫ম শ্রেণি সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশ সহ ২৮ জন এপ্লাস ও ৩৫ জন (এ) গ্রেড পাবার কৃতিত্ব দেখিয়েছে।
উল্লেখ্য, এ বছর বিদ্যালয়টি সোনারগাঁ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের খেতাব অর্জন করে ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার মিয়া এবছরে নারায়ণগঞ্জ জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষকের খেতাব অর্জন করে, যাকে রোটারী ক্লাব, নারায়ণগঞ্জ’র উদ্যোগে শ্রেষ্ঠত্বস্বরূপ সম্মানীত করা হয়।
বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য সম্পর্কে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার মিয়া বলেন, বিশিষ্ট শিল্পপতি ও ৬বার সিআইপি নির্বাচিত বাবু অমল পোদ্দারের উৎসাহ, সাদিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লার দিক নির্দেশনা, বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থীদের ভাল করার প্রচেষ্টা ও অভিভাবকদের শিক্ষার প্রতি আগ্রহের কারণেই এ ভাল ফলাফল সম্ভব হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার নিখীল চন্দ্র বিশ্বাস, সহকারি উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা আখতার সহ সোনারগাঁয়ের সকল সহকারি উপজেলা শিক্ষা অফিসাররা সর্বোপরি সবসময় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন।
উল্লেখ্য, প্রতি বছর ৫ম শ্রেণি সমাপনী পরীক্ষায় অত্র স্কুল থেকে গড়ে ২০-২২জন শিক্ষার্থী (এপ্লাস) ফলাফল অর্জন করে থাকে এবং প্রতি বছর গড়ে ৫-৬জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করতে সক্ষম হচ্ছে।