নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সংবাদ প্রতিবেদন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে নারায়ণগঞ্জের ৩৫ সাংবাদিকের হাতে সার্টিফিকেট তুলে দিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রশিক্ষণের শেষদিন সার্টিফিকেট তুলে দেন পিআইবি’র প্রশিক্ষণ পরিচালক পারভিন সুলতানা রাব্বী। এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাবেক সাধারণ সম্পাদক আবু সাঊদ মাসুদ, পিআইবি প্রশিক্ষণ সমন্বায়ক জিলহাজ উদ্দিন নিপুন।
পিআইবি আয়োজিত তিনদিন ব্যাপী প্রশিক্ষণে প্রথমদিন সংবাদ, রিপোর্টিং ও অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী ও পিআইবি সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। দ্বিতীয়দিন মোবাইল সংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেয় ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিল খান এবং তৃতীয়দিন ফ্যাক্টচেকিং এর উপর প্রশিক্ষণ দেন ফ্যাক্টওয়াচের ফ্যাক্টচেকার রিদওয়ানুল ইসলাম।