পা কর্তনের পর হাসপাতাল থেকে কারাগারে লিখন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : ফতুল্লায় পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে আহত সন্ত্রাসী মাকসুদুল ইসলাম লিখনকে (৩০) ২০দিন চিকিৎসা শেষে পঙ্গু হাসপাতাল থেকে আদালতে হাজির করেছে পুলিশ। মঙ্গলবার (৮ মে) বিকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে হাজির করা হলে আদালত শুনানী শেষে লিখনকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের এসআই কামাল হোসেন জানিয়েছেন, পুলিশ আদালতে লিখনের বিরুদ্ধে ফতুল্লাসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চাঁদাবাজী সহ একাধীক মামলা দেখিয়েছে।

লিখনকে অস্ত্র ও মাদকের পৃথক দুটি মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ। এ দুটি মামলায় রিমান্ড না চাওয়ায় আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের (পিপিএম) জানান, পাগলা নিশ্চন্তপুর অভিযান চালালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ৫ থেকে ৬ জনের এক দল সন্ত্রাসী। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে লিখন গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার ও ৪২০ পিছ ইয়াবাসহ তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে শহরের ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়। এরপর পঙ্গু হাসপাতালে লিখনের গুলিবিদ্ধ ডান পা হাটুর উপর থেকে কেটে ফেলা হয়। সেখানে ১৭ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত চিকিৎসা শেষে আদালতে হাজির করা হয়।

add-content

আরও খবর

পঠিত