নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ভ্রাম্যমান প্রতিনিধি ) : করোনার প্রকোপে নারায়ণগঞ্জ জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলার ছোট-বড় হাট বাজারে মানুষজন যেতে পারছে না, তাই পাড়ামহল্লার মুদি দোকান গুলোতে ভিড় জমাচ্ছে সাধারণ ক্রেতারা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রবাদ্রির দাম বাড়িয়ে দিয়েছে পাড়ামহল্লার মুদি দোকানদাররা।
নারায়ণগঞ্জ মহানগরের পাড়া মহল্লার কিছু মুনাফালোভী দোকান মালিকরা এ কমকান্ডের সাথে সরাসরি জড়িত বলে ক্রেতারা জানান। ২৫-২৮ টাকা প্রতি হালি ফার্মের মুরগীর ডিম বিক্রি হচ্ছে ৩৪-৩৮ টাকা, ৩০ টাকা প্রতিকেজি দেশী পিয়াঁজ বিক্রি হয়েছে আজ ৭০টাকা থেকে ৮০টাকা। তবে মঙ্গলবার রাত থেকে নারায়ণগঞ্জের পাইকারী আড়তে পিয়াজ উধাও হয়ে যায়। আজ ৮ই এপ্রিল বুধবার খুরচা বিক্রি ১১০ টাকা কেজি মুসুরির ডাল ১৪০টাকা কেজি দামে বিক্রি করছে। ৬৫ টাকার চিনি ৮০-৮৫ টাকায় বিক্রি হচ্ছে।
ভুক্তভোগী এক ক্রেতা জানান, পরিবহনসহ নানান জটিলতার কারণ দেখিয়ে প্রতিনিয়তই পাড়ামহল্লার মুদি দোকানদাররা দাম বাড়িয়েই যাচ্ছে। নিয়ন্ত্রণ করার সুযোগ নেই। বাধ্য হয়েই আমরা কিনে নিচ্ছি।
নারায়ণগঞ্জ শহরের ভূইয়া পাড়ার মো. আরিফুর রহমান নামে একজন ক্রেতা জানান,স্থানীয় থানা পুলিশ ও এলাকাবাসী উদ্যোগ নিলে কিছুটা সমাধান হতে পারে।
এ ছাড়া মাছ, ডাল, দেশী মুরগী, পোল্টী মুরগী, দেশী গরুর গোশত, তৈল, আটাসহ সকল প্রয়োজনীয় দ্রবাদ্রির দাম বেড়েই চলছে। মহল্লার কিছু সংখ্যক অসাধু মুদি দোকানদাররা নিত্য প্রয়োজনীয় দ্রবাদ্রি মজুত করে রেখেছে বলে খবর পাওয়া গেছে। করোনার আতংকে বিভিন্ন দোকানে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। মনে হচ্ছে যে, ঈদের বাজারের মতো ভিড়।