নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : শর্ত দিয়ে নির্বাচনে অংশ নেয়ার কথা জানালেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, বাংলাদেশে নিরপক্ষ, দক্ষ বহু লোক আছে। তাদেরকে নিয়ে একটি নিরপক্ষ সরকার গঠন করে সরাসরি মাঠে আসলে নির্বাচন করবো। এখন যদি বলেন সংবিধানে নাই। তাহলে সংবিধানে আনেন। আমাদের আর আন্দোলনে দরকার নাই, নির্বাচনে যাবো। আমরা যথা সময়ে নির্বাচনে অংশ গ্রহন করবো। যাকে আজকে ভরসাস্থল, রাষ্ট্রপতি করেছেন তার কাছে গিয়ে পদত্যাগ পত্রটি জমা দেন। পার্লামেন্টটা বিলুপ্ত হয়ে যাক। নির্বাচন করবো। শনিবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে নগরীর খানপুর এলাকায় মহানগর বিএনপির আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন৷
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজি মনির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
তিনি আরো বলেন, এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে না। প্রথমত ২০০৮ সালে নির্বাচন বাদ দিলাম। কিন্তু ২০১৪ সালের নির্বাচনটা কি হলো। ১৫৩ টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ। ২০১৮ সালে কি করলেন, প্রতিযোগীতা লাগলো কে কত ভোট দিতে পারে। মরা মানুষ, জেতা মানুষও ভোট দিসে। সেই ধরণের ভোটে ঠাট্টা মশকারী জনগন পছন্দ করে না। আর জনগনের সাথে মশকারী করা একটা সাংবিধানিক অপরাধ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, শাহ মোহাম্মদ ফতেহ রেজা রিপন, সদস্য ডা. মজিবুর রহমান, রাশিদা জামাল, এডভোকেট এইচএম আনোয়ার প্রধান, মাসুদ রানা, শাহিন আহমেদ, সাখাওয়াত ইসলাম রানা, মাকিদ মোস্তাকিম শিপলু, কামরুল হাসান চুন্নু সাউদ, ফারুক হোসেন, শাহিন আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দীন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুগ্ম আহ্বায়ক সাহেদ আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, বন্দর থানা বিএনপি নেতা নাজমুল হক রানা, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক গুলজার হোসেন খান, মহানগর তাঁতী দলের সদস্য সচিব ইকবাল হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক সিকদার, গোগনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেনসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতারা।